সকল মেনু

কুড়িগ্রামে মানববন্ধন

indexকুড়িগ্রাম প্রতিনিধি: উপজেলায় ইউএনও কর্তৃত্ব বাতিল, বেতন স্কেলে সেলেকশন গ্রেড ও টাইম স্কেল পুর্ণবহাল, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয় প্রতিষ্ঠা, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন ও নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদন্নতির সমান সুযোগ প্রদানের দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন করেছে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার সমন্বয় পরিষদ।
বুধবার দুপুরে কুড়িগ্রাম শহীদ মিনার চত্ত্বরে ঘন্টাব্যাপী মানব বন্ধনে সদর উপজেলার বিসিএস ক্যাডার, নন-ক্যাডার ও উপজেলা প্রশাসনের আওতাধীন সরকারী কর্মচারীরা অংশ নেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সভাপতি ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শওকত আলী সরকার, সদস্য ডাঃ মাহফুজার রহমান মুকুল, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে সরকারকে ৫ দফা দাবী মেনে নেয়ার আহবান জানান। অন্যাথায় বৃহত্তর আন্দোলনসহ কর্মবিরতির হুমকী দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top