গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে নন্দলাল বিশ্বাস সভাপতি ও মোঃ সরওয়ার হোসেন তালুকদার ৫ম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত রবিবার শিক্ষক সমিতির উপজেলা কার্যালয়ে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি স্বপন কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহে আলম। সম্মেলনে জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নীহার কান্তি বাছার,শিক্ষক মোঃ নাসির উদ্দিন, ক্ষিতিশ চন্দ্র মধু,পুলিন চন্দ্র বাড়ৈ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।