সকল মেনু

নগরকান্দায় বিজয় দিবস উৎযাপন

indexনগরকান্দা থেকে লিয়াকত হোসেন : নানা আয়োজন এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে নগরকান্দায় মহান বিজয় দিবস উৎযাপন হয়েছে। দিবসের শুরুতে  নগরকান্দা কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠন , উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠন, নগরকান্দা সরকারী কলেজ , উপজেলা মানবাধিকার কমিশন, এম,এন একাডেমী, এস,এম,এ বালিকা উচ্চ বিদ্যালয়, ন্যাশনাল লাইফ জনবীমা, হলি চাইল্ড কিন্ডার গার্টেন, ইসলামী আদর্শ শিশু শিক্ষালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান । এরপর নগরকান্দার অদূরে জয়বাংলায় মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভকে ঘিরে নানান কর্মসূচি পালিত হয়েছে। জয় বাংলায় কর্মসূচীর শুরুতে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফছার উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হাসেম। এরপর জাতীয় সঙ্গিতের সুরের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন সম্মানিত অতিথিরা। এ সময় পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর প্রদশর্নী দেখতে পাওয়া যায়। দিবসের কর্মসূচী অনুযায়ী হাসপাতাল ও  এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয় এবং বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় । দিবসের শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করেন। সন্ধ্যায় মহান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top