হটনিউজ ডেস্ক: নতুনকিছু.কম আয়োজিত ‘অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০১৫’ এর আয়োজনে অংশগ্রহণ করে লাখ টাকার স্কলারশীপ, ল্যাপটপ ও স্মার্টফোন জিতে নিয়েছেন ১০ জন বিজয়ী। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) প্রধান পৃষ্টপোষক হিসেবে লাখ টাকার স্কলারশীপ ও ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রদান করেছে। এছাড়া প্রতিযোগিতায় বিজয়ীদের স্মার্টফোন প্রদান করছে শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টাল শিখেনিন.কম। রোববার বিকেলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর ধানমন্ডিস্থ প্রধান ক্যা¤পাসে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। স্টেট ইউনিভার্সিটির উপাচার্য ড. ইফতেখার গণি চৌধুরী ও দু’বারের এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশী পর্বতারোহী এম এ মুহিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইউবি’র ট্রেজারার মেজর জেনারেল (অব:) ডা: এম শাহজাহান, রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম ইকরাম উদ দৌলা এবং স্পনসর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ। প্রথম পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ ও ৫০ হাজার টাকা মূল্যমানের স্কলারশীপ পেয়েছেন মো: মশিউর রহমান। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ী যথাক্রমে আফসানা স্বর্না ও মোহাম্মদ তৌহিদ পেয়েছেন একটি করে স্মার্টফোনসহ ৩০ হাজার ও ২০ হাজার টাকার স্কলারশীপ। এছাড়া একটি করে স্মার্টফোন জিতেছেন ওয়াশিউল ইসলাম, নাজনিন কবির সাদিয়া, রাজু, মোহাম্মদ পারভেজ, এমডি রিয়াদ হোসেন, মাহফুজুল হক ও আদনান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাথে সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও মাইম পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের কৃতি শিল্পীরা ও অতিথি শিল্পীরা। প্রায় দু’মাস ধরে অনলাইনে চলা এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ১২ হাজার দর্শক অংশ নেন। এর মধ্যে ৯৭৬ জন সফল অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০০ জনকে লটারির মাধ্যমে বাছাই করে প্রতিযোগিতার মূল ও পুরস্কার বিতরণী পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রিয়.কম, গ্লোবাল নিউজ এবং পিআর পার্টনার হিসেবে ছিল টাইমস পিআর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।