ইয়াছিন রানা সোহেল, রাঙাামাটি: রাঙামাটিতে শেষ হয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল (পিআইবি) আয়োজিত দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সার্বজনিন স্বাস্থ্য সেবা নিয়ে রিপোর্টিং বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রোববার শুরু হয়। সোমবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক ড. প্রদীপ কুমার পান্ডে, মনিরুজ্জামান উজ্জল ও পিআইবি’র সমন্বয়ক রফিজা রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক, প্রমুখ। পরে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশ নেয়া সংবাদ কর্মীদের হাতে সনদ তুলে দেন। প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৩৫ সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।