সকল মেনু

শাহজালাল বিমানবন্দরে আটকে গেলেন পাকিস্তানি ব্যাংক কর্মকর্তা

1450086846নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৪ ডিসেম্বর : স্টেট ব্যংক অব পাকিস্তানের সিনিয়র জয়েন্ট ডিরেক্টর আসমা খালিদকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। গত সোমবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেয় বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপার মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘তার ভিসা ছিল না। তাছাড়া পাকিস্তানের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেয়ার বিধান নেই। এ কারণে তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়নি।’
মাহবুবুর বলেন, ‘তিনি যে বিমানে বাংলাদেশে এসেছিলেন সেই বিমান কর্তৃপক্ষের কাছেই আমরা তাকে বুঝিয়ে দিয়েছি।’
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন কর্মকর্তা জানান, পাকিস্তানি কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা সোমবার দুপুর পর্যন্ত বিমানবন্দরেই ছিলেন। এরপর বেলা দেড়টার দিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসমা দেশে ফিরে যান।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top