ভোলা প্রতিনিধি: ভোলা সদর ও দৌলতখান পৌরসভায় প্রার্থীদের আপিল শুনানি শেষে ৬ প্রার্থীর আপিল মঞ্জুর ও ১৬ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। ১১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে এ রায় দেয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে দু’জন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে রায়ের ঘোষণাপত্র পাঠ করেন তদন্ত টিমের সদস্য সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল হক। এর আগে, বৈধতা ও প্রার্থীতা বাতিলের দাবিতে বুধবার ভোলা পৌরসভার ২০ প্রার্থী ও দৌলতখান পৌরসভায় ২ প্রার্থীর পক্ষে/বিপক্ষে আপিল করা হয়। ভোলা সদর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন তার প্রার্র্থীতা বৈধ করার দাবিতে আপিল করলে তা মঞ্জুর হয়। একই ওয়ার্ডে অপর প্রার্থী রুহুল আমিনের প্রার্থীতা বাতিল হয়। ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইব্রাহীম খোকন ও মোবারক হোসেন ওমর একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে মোবারক হোসেনের প্রার্থীতা বাতিল হয়। ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকন ও বিলকিস জাহান মুনমুন একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেন। এতে মুনমুনের মনোনয়নপত্র বাতিল বহাল রয়েছে। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাফর উদ্দিন ছোটন ও শাহে আলম একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেন। এতে ছোটনের প্রার্থীতা বাতিল হয়। ৯ নং ওয়ার্ডের মইনুল হোসেন ও কাদেরী কিবরিয়া রিপন একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেন। এর মধ্যে রিপনের প্রার্থীতা বতিল হয়। ৫ নং ওয়ার্ডের বশির আহমেদ হাওলাদার ও এরফানুর রহমান মিথুন মোল্লা রিটার্নিং অফিসারের ও অপর প্রার্থীর বিরুদ্ধে মামলা করলে বশির আহমদের প্রার্থীতা বতিল হয়। ৬ নং ওয়ার্ডের ওমর ফারুক ও আব্দুর রব একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। এতে ওমর ফারুকের আবেদন মঞ্জুর হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।