সকল মেনু

দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

index
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা কমিটি আয়োজিত,বেসরকারী উন্নয়ন সংগঠন কারিতাস, পপি(সিডস্)প্রকল্প,ওয়াই ডব্লিউসিএ,দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র(স্কোপ)প্রকল্প টিডব্লিউএ এর সহযোগীতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়  গতকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নৃ-তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে ”স্বাধীনতা (কথা বলার,ধর্ম চর্চার স্বাধীনতা,অভাব ও ভয়ভীতি হচ্ছে মুক্তি)” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার  সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান,বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইছমতউল্লাহ,সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ মোকলেছুর রহমান,অন্যান্যদের মধ্যে আলোচনা করেন,আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং,আদিবাসী নেতা স্বপন হাজং,নিউটন মানকিন, সুজিত দ্রং, কারিতাস প্রতিনিধি সুবীর সাংমা,সুজন সম্পাদক নুরুল ইসলাম,টিডব্লিউএর চেয়ারম্যান বঙ্কিম মানখিন,বাহাছাস সভাপতি বিভুতি হাজং বাপ্পী,ইউপি সদস্যা বিশাখা রংদী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top