বিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর(নেত্রকোনা): জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ও ওয়াইডব্লিওসি এর সহযোগিতায় দুর্গাপুরে ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী খাতে সাফল্য অর্জনের জন্য ডা: মুনমুন রায়, সফল জননী হিসাবে সাফল্য অর্জনের জন্য নীলিমা রায়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী থেকে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের জন্য রহিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য জিনাত রেহানা বিউটি, সমাজ উন্নয়নে অসামান্য অবদার রাখার জন্য স্বরস্বতী রানী দেকে ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইছমত উল্লাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি এমদাদুল হক খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন অক্তার,প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার প্রমূখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।