সকল মেনু

সিরাজগঞ্জে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন

index সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকার অনুমোদিত ধাতবমুদ্রাসহ ২,৫,১০ টাকার নোট ব্যাংক না গ্রহন করার প্রতিবাদে সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে সিরাজগঞ্জ পরিবেশক সমিতি। সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিবেশক সমিতির নেতা গৌতম সাহা। এসময় সাংবাদিক নেতা বাবু ইসলাম,হেলাল আহমেদ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত পরিবেশক সমিতির নেতারা বক্তব্য রাখেন। পরিবেশক সমিতির নেতারা অভিযোগ করেন সিরাজগঞ্জের বিভিন্ন ব্যাংকগুলোতে ধাতব মুদ্রা এবং ২,৫,১০টাকার নোট নিতে চায়না। যেহেতু তাদের পন্য গুলো একদম প্রান্তিক ক্রেতার নিকট বিক্রি করা হয় সে কারনে তাদের নিকট খুচরা টাকা এবং ধাতব মুদ্র বেশী আশে। কিন্তু ব্যাংক সেই টাকা গুলো জমা নিচ্ছে না। তাদের দাবি জেলায় প্রায়  কোটি টাকার ধাতব মুদ্রা ব্যবসায়িদের নিকট রয়েছে এছারা নোট টাকাও রয়েছে অনেক ফলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তাদের মুলধন হারাতে বসেছে। সরকারি নির্দেশনা থাকলেও তা মানছে না ব্যাংকগুলো। সংবাদ সম্মেলনের পরে প্রেসক্লাব চত্বরে মানব বন্ধন করে পরিবেশক সমিতি। এসময় তাদের সাথে একত্বা প্রকাশ করেন জেলা রেস্তরা মালিক সমিতি,বেকারি মালিক সমিতিসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top