সকল মেনু

মহাসড়কের পাশের স্থাপনা সরাতে নির্দেশ

Hicort01449487173নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৭ ডিসেম্বর :  সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের পাশে স্থাপিত অননুমোদিত স্থাপনা অপসারনে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ ছাড়া ১০ কিলোমিটারের মধ্যে কোন স্থাপনা তৈরির অনুমতি দানের বিধান বাতিল করারও নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার এ বিষয়ে জারি করা রুল নিস্পত্তি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে আদালত কতগুলো নির্দেশনা দিয়েছেন।
১. ঢাকা থেকে জেলা পর্যায়ে যাওয়ার জন্য সংযোগকৃত মহাসড়কের কার্যকরি ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ ও দূর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের পাশের স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মহাসড়ক যানবাহন নিয়ন্ত্রণ বিধিমালা ২০০১ এর ৮ বিধিতে স্থাপনা তৈরির অনুমতি প্রদান সংক্রান্ত সরকারের ক্ষমতা বাতিলে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২. মহাসড়কে দূর্ঘটনা রোধে আদালতের নির্দেশে গঠিত কমিটির সুপারিশসমূহ কার্যকর করতে হবে।
৩. চালকদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং পাঁচ বছরের অভিজ্ঞতার বিধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
৪. মহাসড়কে রোড ডাইভারশন তৈরি, পথচারী চলাচলে প্রয়োজনীয় স্থানে আন্ডারপাস, স্কুল সিলেবাসে ট্রাফিক রুলস সম্পর্কিত বিষয় অন্তর্ভূক্ত করা।
৫. মোটর আইনে অপরাধীর সাজা, জরিমানা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।
এর আগে ২০১১ সালের ৫ ফেব্রয়ারি এমপি মোকতাদির চৌধুরীর ১১ জন কর্মী নিহতের ঘটনায় গণম্যাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ।
দূর্ঘটনা প্রতিরোধে কার্যকরি সড়ক ব্যবস্থাপনা ও মহাসড়কে যান চলাচল আইনের বাস্তবায়নে জনস্বার্থে এ রিট করা হয়।
ওই বছরের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এ বিষয়ে রুল জারি  এবং প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top