সকল মেনু

পঞ্চগড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ad1_18_2ডিজার হোসেন বাদশা পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদা উপজেলায় কুলছুম নাহার বিথি (২৮) নামের এক অন্তঃসত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী মো. শহীদকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত শহীদ ওই এলাকার মোবারক আলীর ছেলে। স্থানীয় অধিবাসী একরামুল ইসলাম, পল্লী চিকিৎসক ফজলুল হক জানায়, শহীদ গত ৩ বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে কুমিল্লা জেলার চারু মিয়ার মেয়ে  কুলছুম নাহার বিথিকে বিয়ে করে পালিয়ে নিয়ে আসে। এর আগে শহীদ আরো ৩ টি বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই বিথির উপর তার স্বামীসহ পরিবারের লোকজনের নির্যাতন শুরু হয়। এর মধ্যে বিথি একটি কন্যা সন্তান জন্ম দেয়।  তালাক দেয়া প্রথম স্ত্রী রুনা আক্তার (৩২) কে আবার ফিরিয়ে আনায় বেশ কিছুদিন থেকেই বিথির উপর তার স্বামীর উপর নির্যাতন বেড়ে যায়। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ্য বিথিকে শহীদ ও তার প্রথম স্ত্রী রুনা হাসপাতালে নেয়ার চেষ্টা করে এবং পথে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি বোদা থানা পুলিশকে অবহিত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে এবং তার স্বামী শহীদকে আটক করে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গৃহবধূটির রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top