যশোর প্রতিনিধি : যশোরে ৮ দিনব্যাপি দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যোৎসব শুক্রবার ঢাকার আরণ্যকের নাটক ‘ভঙ্গবঙ্গ’ এর মঞ্চস্থের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা করেছেন বিখ্যাত নাট্যকার একুশে পদকপ্রাপ্ত মামুনুর রশীদ। নির্দেশনা দিয়েছেন তরুণ প্রজন্মের নামকরা নির্দেশক ফয়েজ জহির। খুলনা বিভাগের অন্যতম নাট্যসংগঠন বিবর্তন যশোরের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যেৎসবের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার ও ভারতের নাট্য গবেষক অংশুমান ভৌমিক। সভাপতিত্ব করেন বিবর্তন যশোরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম।এর আগে ২৭ নভেম্বর বিকেলে যশোর টাউন হল রওশন আলী মঞ্চে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ভারতের ঝাড়খন্ডের শিব ছৌঁ-নৃত্যকলা কেন্দ্রের ছৌঁনৃত্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্য অভিনেতা মামুনুর রশিদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আবু সরোয়ার, ভারতের চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা সুপ্রিয় দত্ত ও বিবর্তন যশোরের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল কবির জাহিদ। এতে সভাপতিত্ব করেন বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুুলু ও স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এইচ আর তুহিন। জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক মঞ্চস্থ হচ্ছে। প্রথম দিন ঢাকার লোক নাট্যদলের ‘কঞ্জুস’, এরপর ২য় দিন কলকাতার প্রাচ্যর ‘টিপুর স্বপ্ন’, ৩য় দিন বিবর্তন যশোরের ‘রাজা প্রতাপাদিত্য’, ৪র্থ দিন ভারতের গোবরডাঙ্গার নকশার ‘বিনোদিনী’, ৫ম দিন নেপালের কাঠমুন্ডুর মান্দালার ‘সারজামিন’ ও ৬ষ্ঠ দিন ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘তৃতীয় একজন’ ৭ম দিন ঢাকার প্রাঙ্গণেমোর ‘আওরঙ্গজেব’ নাটক মঞ্চস্থ হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।