সকল মেনু

দাসিয়ার ছড়ায় প্রশিক্ষণ কর্মশালা

 indexডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিট মহল দাসিয়ার ছড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্পসারণ ও মাটির স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুষম মাত্রায় সার প্রয়োগ পদ্ধতির উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রনালয়ের মৃত্তিকা সম্পদ ব্যবস্থাপনা ও কৃষক সেবা প্রকল্প দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মকবুল হোসেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বেগম সামিয়া সুলতানা, মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আলী সরকার প্রমূখ। দিনব্যাপী এ প্রশিক্ষণের দাসিয়ার ছড়ার ৫০জন কৃষক কৃষাণী অংশ নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top