সকল মেনু

নীলফামারীর ৩ প্রতিবন্ধী সহোদরের জীবন সংসার

indexমো. আমিরুজ্জামান, নীলফামারী  ০৪ ডিসেম্বর:  কালীপদ (৫৫), রঞ্জিত (৫০) ও স্বপন (৪৫) শারিরীক প্রতিবন্ধী ৩ ভাই। শহরের হাজী মহসীন সড়কস্থ নন্দনালের গুদাম নামে পরিচিত পরিত্যক্ত ঝুপরি ঘরে তাদের বসবাস। কঙ্কাল সার শরীর দেখলেই মায়া লাগে। হাত-পায়ে হাড় ছাড়া কিছু নেই। চোখেও কম দেখেন। পিতা মৃত-প্রভাত চন্দ্র ও মাতা-মিনতী রানী ২জনেই প্রতিবন্ধী ছিলেন। তারা গত হয়েছেন অনেক আগেই। শহরের মড়াল সংঘ ক্লাবের খেলোয়াড় আর কর্মকর্তাদের ফরমায়েশ করায় শহরের অতি পরিচিত মুখ শারিরীক প্রতিবন্ধী এ ৩ ভাই। তাদের জীবনের বেশীর ভাগ সময় কেটেছে এ ক্লাবেই। দিন শেষে ৫০/১০০ টাকা যেদিন যেমন পায় সে দিয়েই চলে ৩ ভাইয়ের খোরপোষ। ছোট ভাই স্বপন এখন আর হাটতে পারেনা। ঝুপরি ঘরে বসে বসে সেই রান্না বান্নার কাজ করে। বড় ভাই কালীপদ বিয়েসাদী করলেও স্ত্রী রিতাপদ ঘর ছেড়ে গেছেন বহু আগেই। শারিরীক প্রতিবন্ধী হলেও মানুষিক ভাবে প্রতিবন্ধী না হওয়ায় শত কষ্টেও হাত পাততে নারাজ তারা। ক্লাব থেকে যা আসে আর দুই ভাইয়ের প্রতিবন্ধী ভাতায় চলছে ৩ সহোদর ভাইয়ের জীবন সংসার। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে স্থানীয় পৌর কাউন্সিলার বাদশা আলমগীর অনুরোধ জানিয়েছেন। সোনালী ব্যাংক, নীলফামারী বাজার শাখার হিসাব নং ৭০১০০৪৭৭৩।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top