হটনিউজ ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর একটি রেস্টুরেন্টে বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছে। এ সময় ৫ জন আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। আজ শুক্রবার রাজধানীর আগুজা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে ইসলামী জঙ্গি সংগঠনগুলো হামলা চালিয়েছে। ২০১৩ সালে প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুতির পূর্বে সেখানে বিদ্রোহ করে একটি ইসলামী সংগঠন। মিশরের নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ওই রেস্টুরেন্টেরই বহিষ্কৃত কর্মচারী। রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসি বিদ্রোহ ঘোষণার পর থেকে ইসলামী জঙ্গিরা মিশরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আসছে। বিশেষত নিরাপত্তা বাহিনীর উপর। এদিকে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ৩জন মুখোশধারী রেস্টুরেন্টটিতে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। হামলার লক্ষ্যবস্তু একটি নাইটক্লাবও ছিল বলে জানায় গণমাধ্যম। একজন নিরাপত্তকর্মীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সন্দেহভাজনদের মধ্যে রেস্টুরেন্টটির একজন প্রাক্তনকর্মী থাকতে পারে। হোটেলটি বিল্ডিংটিকে মজবুত করে রেখেছিল। নিহতরা অতিরিক্ত ধোয়া এবং বিষাক্ত গ্যাসের কারণে মারা গেছে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।