সকল মেনু

চাঁদপুরে প্রেস কাউন্সিলের দিনব্যাপী কর্মশালা

45fbc1dc-fbf4-4e2d-b2f8-0ec8d40df371নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সাংবাদিকদের আপোষ করার কোন সুযোগ নেই। তিনি বলেন, মৌলবাদ, সন্ত্রাস, কুসংস্কার ও অপশিক্ষার হাত থেকে দেশকে রক্ষার জন্য গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করতে হবে। যে সংবাদ দেশ, জাতি ও মানুষের জন্য ক্ষতিকর তা পরিবেশন থেকে বিরত থাকতে হবে। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী গণমাধ্যম কর্মীদের পশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ক্লাব সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দীপু মনি। অন্রান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর, প্রেস কাউন্সিলের সচিব শ্যাম চন্দ্র কর্মকার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, কাজী শাহাদাত, ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক রহিম বাদশা। এর আগে সকাল ন’টায় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে চাঁদপুরের ৪০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহন করেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top