সকল মেনু

সিঙ্গাপুরে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

1442043187আন্তর্জাতিক ডেস্ক,   হটনিউজ২৪বিডি.কম ১২ সেপ্টেম্বর : সিঙ্গাপুরের ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর ফলে ২০১১ সালের সংকট কাটিয়ে উঠে তারা একটি নতুন সরকার গঠনের সুযোগ পেল। শনিবার সকালে নির্বাচনের এ সরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ক্ষমতা ধরে রাখতে ক্ষমতাসীন পিএপি’র মাত্র ৪৫ টি আসনের প্রয়োজন ছিল। শনিবার সকালে দেশের নির্বাচন বিভাগের জেলাওয়ারি ঘোষিত ফলাফলে তা অতিক্রম করতে দেখা যায়।
প্রধানমন্ত্রী লী হিসিয়েন লুংয়ের নেতৃতাধীন দলটি দীর্ঘ ৫৬ বছর ধরে ক্ষমতায় রয়েছে। দলটি আগের পার্লামেন্ট নির্বাচনে ৮৭ টি আসনের মধ্যে ৮০ টি আসনে বিজয়ী হয়।
-বাসস
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top