সকল মেনু

মানিকগঞ্জে বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ

1441896509নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ সেপ্টেম্বর : মানিকগঞ্জের ঘিওরে বৃহস্পতিবার বিকেলে ব্রাইট টেন্স গ্রুপের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন, ওভার টাইম ও বোনাস পরিশোধের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ এবং বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে অগ্নিসংযোগ করে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ রাখে। পরে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কারখানা কর্তৃপক্ষ আগামী ২০ তারিখের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। কারখানার শ্রমিকদের সূত্রে জানা যায়, বহিষ্কৃত আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক রেজাউল করিম দর্জি উজ্জলের মালিকানাধীন ঘিওরের হেলিপ্যাড এলাকায় অবস্থিত ব্রাইট টেন্স গ্রুপের শ্রমিকদের জুন থেকে আগস্ট মাসের ওভারটাইম, বকেয়া বেতন এবং ঈদ বোনাস গত এক সপ্তাহ ধরে মালিকপক্ষ দেয়ার কথা বলে আসছিল। সর্বশেষ বৃহস্পতিবার দেয়ার ঘোষণা দেয়। সকাল থেকেই কারখানার ফটকে শ্রমিকরা ভিড় করতে থাকে। পরে সন্ধ্যার আগে বকেয়া পরিশোধ না করে তাদের চাকরিচ্যুত করার হুমকি দেয় মালিকপক্ষ। কারখানার শ্রমিক সুফিয়া, নাছরিন ও বিউটি জানান, শুধু শ্রমিকদের নয় স্টাফদেরও বকেয়া বেতন পাওনা রয়েছে। গত এক সপ্তাহ আমাদের ৩ মাসের বকেয়া বেতন-ঈদ বোনাস এবং ওভারটাইমের টাকা দিতে টালবাহানা করতে থাকে। ঘিওর থানার ওসি মো. শওকত আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বকেয়া ২০ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। এ ব্যাপারে কারখানা মালিক রেজাউল করিম দর্জি উজ্জল জানান, আমি দেশের বাইরে থাকায় শ্রমিকদের বেতন দেয়া হয়নি। চলতি মাসের ২০ তারিখের মধ্যেই বকেয়া প্রদান করা হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top