সকল মেনু

অভিবাসীকে ল্যাং মেরে চাকরি হারালেন সংবাদকর্মী

1441787796আন্তর্জািতক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৯ সেপ্টেম্বর : হাঙ্গেরিতে অভিবাসীকে লাথি ও ল্যাং মেরে ফেলে দিয়ে চাকরি হারালেন টিভি চ্যানেলের এক সংবাদকর্মী। মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থীরা যখন পুলিশের ভয়ে ছুটছিলেন তখন এক ক্যামেরাওমেন একজনকে ল্যাং মেরে ফেলে দেন। ঐ অভিবাসীর কোলে একটি শিশুও ছিল। এই ভিডিওটি গণমাধ্যম ও ইন্টারনেট ছড়িয়ে পড়ে। অন্য ভিডিওতে দেখা গেছে, নাম প্রকাশ না করা ঐ নারী একটি মেয়েকে লাথি মারছেন। সার্বিয়ার সীমান্তের কাছে পুলিশের হাত এড়াতে শত শত শরণার্থী ছোটার সময় এই ঘটনা ঘটে। এসব শরণার্থীদের মধ্যে বেশিরভাগই সিরিয়ার নাগরিক। এক বিবৃতিতে এনওয়ানটিভি বলেছেন, একজন কর্মচারী রোসজকেতে অগ্রহণযোগ্য আচরণ দেখিয়েছেন। আমরা তাত্ক্ষণিকভাবে তার সঙ্গে সকল চুক্তি বাতিল করেছি। হাঙ্গেরির সংবাদ ওয়েবসাইট ৪৪৪.এইচইউ জানিয়েছে, ঐ ক্যামেরুওমেনের নাম পেত্রা লাসলো।
মধ্যপ্রাচ্যে সংঘর্ষের কারণে চলতি বছর এক লাখ ৫০ হাজারের মতো শরণার্থী হাঙ্গেরিতে প্রবেশ করেছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top