নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৮ সেপ্টেম্বর : পাবনার সাঁথিয়া উপজেলার শহীদনগর এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এতে বাসের চাপায় এক শিশু নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আরাফাত (১)। সে শহীদনগর গ্রামের মানিক হোসেনের ছেলে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেড়া সিএনবি বাসস্ট্যান্ড থেকে মায়ের দোয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। শহীদনগরে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে শফিকুল ইসলাম ওরফে শফি’র বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এতে বাসের চাপায় শফি’র নাতি আরাফাত ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া আহত হয় অন্তত পাঁচ জন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। বাসটিকে জব্দ করেছে পুলিশ।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।