সকল মেনু

ঢাকা আসছেন জাতিসংঘ শান্তিরক্ষী সহায়তা বিভাগের প্রধান

united_264746765নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৭ সেপ্টেম্বর : বাংলাদেশে আসছেন জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট বিভাগের প্রধান ও সংস্থার আন্ডার সেক্রেটারি অতুল খেরে। আগামী ১৩ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকা পৌঁছাবেন তিনি। শান্তিরক্ষী বাহিনী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে  আলোচনায় অংশ নেবেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, শান্তিরক্ষী বাহিনী সংশ্লিষ্ট বিশ্বের বিভিন্ন দেশ সফরের অংশ হিসেবেই তিনি বাংলাদেশ সফর করছেন। সফরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সেনাবাহিনী প্রধান, আইজিপি ছাড়াও সরকারের উচ্চ পর‌্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষা‍ৎ করবেন তিনি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে সেনা প্রেরণকারী অন্যতম একটি দেশ। জাতিসংঘের শান্তিরক্ষী সহায়তা বিভাগের প্রধান নিয়মিতভাবেই সেনা প্রেরণকারী দেশগুলো সফর করেন। তারই অংশ হিসেবে বাংলাদেশে আসছেন অতুল খেরে।” কূটনৈতিক সূত্র জানায়, সাভারে অবস্থিত বাংলাদেশ ইনিস্টিটিউট ফর পিস এন্ড সাপোর্ট অপারেশন এন্ড ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করার কথা রয়েছে ভারতীয় বংশোদ্ভূত এই জাতিসংঘ কর্মকর্তার। গত জানুয়ারিতে তাকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির দায়িত্ব দেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ফেব্রুয়ারি মাসে তিনি দায়িত্ব বুঝে নেন। বাংলাদেশি বংশোদ্ভূত আমিরা হকের স্থলাভিষিক্ত হন তিনি । দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটাই তার প্রথম সফর।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top