সকল মেনু

ভারতকে বৌদ্ধ রাষ্ট্র মনে করেন মোদি

1441451858আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৫ সেপ্টেম্বর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন ভারতের ধর্মীয় ও রাজনৈতিক সত্ত্বা বিবেচনা করলে ভারতকে বৌদ্ধ রাষ্ট্র বলা যায়। পাটনায় বৌদ্ধ গয়া সফর করার সময়ে তিনি এই কথা বলেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের রাজধানী পাটনাতে অবস্থান করছেন। বৌদ্ধ ধর্মের বিশ্বাস মতে, পাটনা থেকে ১১০ কিমি দুরে অবস্থিত বৌদ্ধ গয়াতে অবস্থিত পবিত্র বৃক্ষের নিচে দিব্যজ্ঞান লাভ করেন গৌতম বুদ্ধ । হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষের জন্য  পবিত্র বলে বিবেচিত এই জায়গায় প্রার্থনা শেষে মোদি বলেন, বুদ্ধ ছিলেন সমতার সবচেয়ে বড় প্রচারক। আমি ব্যক্তিগত ভাবে ভারতকে বৌদ্ধ ভারত বলতে পছন্দ করি বুদ্ধর সামাজিক ও ধর্মীয় প্রভাবের কারণে। আন্তর্জাতিক শিক্ষক দিবস ও সনাতন ধর্মীয় মানুষদের পূজনীয় ভগবান কৃষ্ণের জন্মদিন-জন্মাষ্টমীর দিনে মোদি বলেন, গৌতম বুদ্ধ ও কৃষ্ণ দুইজনেই অনেক বড় শিক্ষক ছিলেন যাদের কাছে নীতি অনেক বড় বিষয় ছিল। জওহরলাল নেহরুর পর এবারই কোনো ভারতীয় প্রধানমন্ত্রী বৌদ্ধ গয়া সফরে এসেছেন। উল্লেখ্য, ২০১৩ সালে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর থেকে বৌদ্ধ গয়া রীতিমতো দুর্গে পরিণত হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top