সকল মেনু

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

1441439621নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৫ সেপ্টেম্বর : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় শনিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে কার্যক্রম বন্ধ আছে। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, সরকারি ছুটি থাকায় ভারত- বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। বেনাপোল চেকপোষ্ট কার্গো অফিসার কামরুজ্জামান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দু’দেশের বন্দরে আটকা পড়েছে শত শত পন্য বোঝাই ট্রাক। রোববার থেকে আমদানি-রপ্তানি যথানিয়মে চলবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top