নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: শুক্রবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কচুয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম চৌধুরী অভিযোগ করেছেন, গোহাট উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালতলী গ্রামে যুবলীগের সাবেক নেতা মাহবুব ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি জানান, তাদের এই মাদক ব্যবসার কোপানলে পড়ে কচুয়া এবং পাশ্ববর্তী কুমিল্লার চান্দিনা ও বড়ুরা এলাকার ৪০ টি গ্রামের কয়েক হাজার তরুণ-যুবক নষ্ট হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে কচুয়া থানায় একাধিক মামলা রয়েছে এবং পুলিশ মাদকদ্রব্যসহ এদের আটকও করেছে। কিন্তু আইনের ফাঁক-ফোকর গলিয়ে তারা অল্পদিনের মধ্যেই কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করেছে। এদের অপকর্মের প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী হাছিনা বেগম, ওয়ার্ড মাদক নির্মূল কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিদের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানী করছে। সংবাদ সম্মেলনে এই মাদক চক্রকে কঠোর হাতে দমন করে এলাকার যুব সমাজকে রক্ষার জোর দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওযার্ড মাদক নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট বাহালুল আলম বাহার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।