হটনিউজ ডেস্ক: ৩ সেপ্টেম্বর ২০১৫, জাতীয় আদিবাসী পরিষদ প্রতিষ্ঠার ২২ বছর পদার্পণ করছে। এ উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় নবাবগঞ্জ ক্লাবে(টাউনক্লাব) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচি উদ্বোধন করবেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা কমিটি সেপ্টেম্বর মাসব্যাপি ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।