নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুর শহরে প্রকাশ্যে শিয়াল জবাই করে বিক্রির পাঁয়তার চালানোর সময় গোয়েন্দা পুলিশ খবর পেয়ে শিয়ালের মাংস সহ এক কসাইকে হাতেনাতে ধরে ফেলে। অবশ্য পরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে । জানা যায়, শরীয়তপুর জেলায় চরাঞ্চল থেকে জনৈক ব্যাক্তি দুটি শিয়াল ধরে বস্তা বন্ধি করে চাঁদপুর শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। শিয়াল দুটি চাঁদপুর শহরের কোট-স্টেশন রেলওয়ে প্লাটফর্মের পশ্চিম পাশের অজ্ঞাত দুই বৃদ্ধের কাছে দুই হাজার টাকায় বিক্রি করে । তারা দুটি শিয়ালের মধ্যে একটি শিয়াল জবাই করে মাংস বানানোর কাজ করছিল। অপর শিয়ালটি একটি চায়ের দোকানের সামনে বেঁধে রাখা হয়েছিল। উৎসুক জনতা শিয়াল দেখতে প্লাটফর্মে ভিড় জমায়। শিয়াল জবাইয়ের বিষয়টি তাৎক্ষণিক সাংবাদিকরা পুলিশ সুপার শামসুন্নাহারকে অবগত করেন। কয়েক মিনিটের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল টিম দ্রুত ঘটনা স্থলে ছুটে আসেন। শিয়াল জবাই করা আবস্থায় পুরানবাজারের কসাই হাসানকে পুলিশ শিয়ালের মাংস সহ হাতেনাতে ধরে ফেলে। কিন্তু জেলা গোয়েন্দা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম তাজা শিয়াল ও জবাইকৃত শিয়ালের মাংস উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।