সকল মেনু

চাঁদপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ এক যুবক আটক

unnamedনিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ (ডিবি)। আটককৃত মো. ইমরান হোসাইনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের ঘোষেরহাট বাজার মোড়ে বোগদাদ বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসযাত্রী ইমরানের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ইমরান ইয়াবা নিয়ে চাঁদপুর হয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top