সকল মেনু

’৯৬-এর শেয়ার কেলেঙ্কারি, ২ জনের কারাদণ্ড

46922_113নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩১ আগস্ট : ১৯৯৬ সালে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি চিক টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ ২ জনকে ৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সকালে পুঁজিবাজার সংক্রান্ত মামলা পরিচালনায় গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ূন কবির এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- চিক টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. মাকসুদুর রসুল ও পরিচালক ইফতেখার মোহাম্মদ। রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন না। ১৯৯৭ সালের ২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে চিক টেক্সটাইল এবং প্রতিষ্ঠানের এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনা হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top