সকল মেনু

বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায়

bangladesh1440939622ক্রীড়া প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩০ আগস্ট : বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রোববার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় পার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমান। এর আগে এদিন সকালে মালয়েশিয়া থেকে পার্থের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৩ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মালয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার সেদেশে যায় বাংলাদেশ দল। শনিবার মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র করে লোডভিক ডি ক্রুইফের শীষ্যরা। বিশ্বকাপের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশ আগের দুই ম্যাচে নিজেদের মাঠে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ১ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে আছে মামুনুল ইসলামের দল। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাজিকিস্তান চতুর্থ স্থানে আছে। ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্রুপে সবার ওপরে আছে জর্ডান। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কিরগিজস্তান ও অস্ট্রেলিয়া।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top