সকল মেনু

বাগেরহাটে শিশু হত্যার অভিযোগে বাবা-মা আটক

Bagerhat_Arrest_573208739নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ আগস্ট : বাগেরহাটের চিতলমারীতে মিমরা নামে ১৮ মাস বয়সী এক কন্যা সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবা-মার বিরুদ্ধে। এ ঘটনায় ওই বাবা-মাকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চর চিংগুড়িয়া গ্রামে মিমরাকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করা হয়। আটকরা হলো- শিশুটির বাবা ভ্যান চালক মিরাজ শেখ (২৬) ও তার স্ত্রী নাজমা বেগম (২৩)। মিরাজ শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চর চিংগুড়িয়া গ্রামের হাকিম শেখের ছেলে। এ ঘটনায় সোমবার  দুপুরে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, প্রায় সাড়ে ৬ বছর আগে মিরাজ শেখের সঙ্গে নাজমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল। এ কারণে তাদের তাদের প্রথম সন্তান নানা বাড়ি থাকে। এর পরও বিভিন্ন সময় ওই দম্পতির মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এসব ঘটনায় একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হয়েছে। রোববার রাতে তাদের মধ্যে আবারো ঝগড়া-বিবাদ হয়। এর জের ধরে ছুরিকাঘাতে শিশু মিমরাকে হত্যার ঘটনা ঘটে। ওসি আরো বলেন, এ ঘটনায় ওই দম্পতিকে আটক করা হয়েছে। তবে, শিশুটিকে হত্যার বিষয়ে একে অন্যকে দায়ী করছেন তারা। দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান ওসি। বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, স্বামী-স্ত্রী উভয়েই পূর্বে একাধিক বিয়ে করেছেন। র্দীঘদিন ধরে চলে আসা দাম্পত্য কলহের জেরে তাদের কেউ একজন এ হত্যার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top