সকল মেনু

মাগুরায় ২টি পিস্তলসহ আটক ১

Atok1md20150518192034নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ আগস্ট : মাগুরার শালিখায় ২ টি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ মো. আলমগীর(৫২ ) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শালিখার কৃষ্ণপুর এলাকায় খুলনা-যশোর সড়ক থেকে তাকে আটক করা হয়। আলমগীর যশোরের শার্শার ফুলতলা গ্রামের হানিফ আলীর ছেলে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কৃষ্ণপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় মো. আলমগীরের কাছ থেকে ২ টি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাগুর‍ার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top