সকল মেনু

টানা বর্ষণে শহরবাসী ভোগান্তিতে, বাজারে আগুন

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ২২ আগষ্ট: তিন দিনের টানা বর্ষণে নীলফামারী শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পর্যাপ্ত ড্রেন ও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শহরের মাছুয়া পাড়া, সওদাগড় পাড়া, শাহীপাড়া, জুম্মাপাড়া, মিলনপল্লী, বারাইপাড়াসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পর্যাপ্ত ড্রেন না থাকা এবং প্রধান ড্রেন আবজনায় ভরে থাকায় এ অব্যবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শহরের পানি নিষ্কাশনের প্রধান ড্রেনটি সংস্কার কাজে মাস দুয়েক আগে প্রায় ৬৮ মেঃটন গম বরাদ্দ দিয়ে কাজ করা হয়। ওদিকে অবর্জনার বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত সৈয়দপুরের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে টানা তিন দিনের বর্ষণে। পানি নিষ্কাশন না হওয়ায় শহরের সাহেব পাড়া, মিস্ত্রী পাড়া, বাবুপাড়া, পুরাতন বাবুপাড়া, গোলাহাট, কয়ানিজপাড়া, হাতিখানা, মুন্সিপাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লয় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। অনেকেই বাসাবাড়ি থেকে বেরুতে পারছেননা। অপর দিকে টানা বর্ষণে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সদ্য লাগানো রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ছোট-বড় সব নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। টানা বর্ষণে আমন ছাড়াও পটল, বেগুন, কাঁচা মরিচ ও শাক-সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে এর চরম প্রভাব পরায় ২৫-৩০ টাকার পটল ৪০-৪৫ টাকায়, ২০ টাকার বেগুন ৪০ টাকা আর ৩০-৪০ টাকার কাঁচা মরিচ ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে টানা বর্ষণে কর্মজীবী খেটে খাওয়া দিনমজুররা কর্মহীন হয়ে মানবেতদর জীবন যাপন করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top