সকল মেনু

মুজিবনগর আশ্রয়ন প্রকল্পের ১৫ শতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে

Durgapur Pictureদুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা: জেলার দুর্গাপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুজিবনগর আশ্রয়ন প্রকল্পের ১৫ শতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। বিগত বছরের বন্যায় বেড়ীবাঁধ ভেঙ্গে পুরো এলাকা প্লাবিত হয়ে আশ্রয়ন প্রকল্পের ১৫ শতাধিক পরিবার ব্যাপক তিগ্রস্থ হয়েছিল। তিগ্রস্থ বেড়ীবাঁধে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন কোন ধরনের সংস্কার না করায় গত কয়েক দিন যাবৎ অতিবৃষ্টি হওয়ায় সুমেশ্বরী নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলে বেড়ীবাঁধ দিয়ে নদীর পানি  মুজিবনগর আশ্রয়ন প্রকল্পে ঢুকতে শুরু করেছে। অতি টানা বৃষ্টির ফলে ভারতের মেঘালয় রাজ্য থেকে যদি পাহাড়ী ঢল নেমে আসে তাহলে মুজিবনগর আশ্রয়ন প্রকল্পের ১৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে সরকারের পরিকল্পিত আশ্রায়ন প্রকল্প ও পৌর শহর রা বাঁধ বিলীন হয়ে যাবে। যার ফলে আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী ১৫ শত পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতির সভাপতি মোঃ আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত বছরের বন্যায় বেড়ীবাঁধ সংস্কারের জন্য আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ও কোন লাভ হয়নি। এ ব্যপারে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান জানান, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়ে ও অদ্যাবধি কোন লাভ হয় নাই। অতএব আশ্রায়নবাসীগন স্থানীয় সংসদ সদস্য এর হস্তপে কামনা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top