নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২০ আগস্ট : জেলার শিবগঞ্জ পৌর এলাকা থেকে ১ টি পিস্তল, ২ টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এরা হলো- পৌর এলাকার ইসরাইল মোড় গ্রামের তোজাম্মেল (৩৭) ও একই গ্রামের মিরাজুল (২১)। র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে অস্ত্র ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার আম বাজার মেইন রাস্তার পাশের একটি বাগানে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র-ম্যাগাজিন-গুলিসহ এদের আটক করা হয়। তিনি আরো জানান, এরা দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।