সকল মেনু

জনসভায় বিশৃঙ্খলার ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে মামলা

1440062112নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২০ আগস্ট : ফরিদপুরের সালথায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং তার ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ ৬৭ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার ইউসুফদিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার মোল্যা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। জানা গেছে, বুধবার বিকালে সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বিশৃঙ্খলা ঘটায় সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ারের সমর্থকরা। এসময় দোলোয়ারকে গণপিটুনি দেন জনসভার উপস্থিত জনতা। বিএনপি সমর্থিত বর্তমান উপজেলার চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রায় ২ শতাধিক কর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়েছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার জৈষ্ঠ্যপুত্র নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু। সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন উপনেতা। এরপর সভাস্থলে থাকা পুলিশ সদস্যরা দেলোয়ার হোসেনকে আটক করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি এখন হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সালথা থানা অফিসার ইসচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, সংসদ উপনেতার সভাস্থলে ত্রাস ও ভাংচুর সৃষ্টি করায় সাবেক সালথা উপজেলা চেয়ারম্যান দেলোয়ারকে আটক করে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় দেলোয়ারকে প্রধান ও তার ভাই আনোয়ারকে দ্বিতীয় আসামি করে মোট ৬৭ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top