নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৯ আগস্ট : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪ জননিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কের মকরমপুর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এর মধ্যে গোলাম রব্বানী (৪০) নামে এক ব্যক্তির নাম জানা গেছে। তিনি শিবগঞ্জের কর্নখালি মির্জাপুর এলাকার বজলু মিয়ার ছেলে। তাৎক্ষণিক অন্যদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ককেয়জন ডাকাত শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে অবস্থান নিয়ে মোটরসাইকেল ছিনতায়ের চেষ্টা করছিল। এমন খবর পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের ঘিরে ফেলে। এসময় ডাকাত সন্দেহে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন নিহত হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তার কারণ এখনো জানা যায়নি। পুলিশ সুপার (এসপি) বশির আহমেদ জানান, নিহতদের মধ্যে গোলাম রব্বানী নামে একজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, চুরিসহ ১ ডজন মামলা রয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।