সকল মেনু

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চায় ইরান

In this photo taken on Thursday, Feb. 14, 2013, Masoomeh Ebtekar, who was one of the Iranian students who occupied the U.S. Embassy in Tehran in 1979 and acted as the Iranian students' spokeswoman, speaks in an interview with The Associated Press, in Tehran, Iran. Iran’s official IRNA news agency is reporting President Hasan Rouhani has appointed Masoomeh Ebtekar as vice-president in charge of environment affairs. (AP Photo/Vahid Salemi)  ** Usable by LA and DC Only **আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৮ আগস্ট : যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরের পর এবারে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে ইরান। এছাড়া উগ্র গোষ্ঠীগুলোকে দমন করতে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এ অঞ্চলে একটি বিশ্বাসযোগ্য সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার বিষয়েও আশা প্রকাশ করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ ইবতেকার। যদিও দেশটির বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলো সবসময়ই অভিযোগ করে থাকে যে, তারা মধ্যপ্রাচ্যের এ অঞ্চলটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং লেবাননের শিয়াপন্থী হিজবুল্লাহ গোষ্ঠীকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে থাকে। এছাড়া তারা ইয়েমেনের শিয়া বিদ্রোহী গ্রুপ হুতিদেরও নানাভাবে সহায়তা করে আসছে বলে অভিযোগ রয়েছে সৌদি আরব ও তার মিত্রদের। বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইবতেকার বলেন, নিজেকে রক্ষার অধিকার ইরানের অবশ্যই রয়েছে। কিন্তু তাই বলে অন্যের ওপর প্রভাব খাটানোর কোন ইচ্ছা ইরানের নেই। বরং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশ্বাস পুনঃস্থাপন ও জঙ্গিগোষ্ঠী দমনে সহযোগিতার ব্যাপারে আশাবাদী ইরান। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান তার প্রভাব খাটাতে ইচ্ছুক। এমনকি একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপনে আগামীতে এই অঞ্চলের দেশগুলোতে সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান তাদের স্পর্শকাতর পরমাণু কর্মসূচি বন্ধ করতে সম্মত হয়েছে যার পরিবর্তে দেশটির বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর অর্থ হচ্ছে, বিশ্বে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের যে ভিন্ন মাত্রা চালু হতে যাচ্ছে সেখানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইরান। প্রসঙ্গত, এবারই প্রথম বিবিসি’র সঙ্গে সাক্ষাৎকার দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইবতেকার। গত সপ্তাহে রাজধানী তেহরানে তার এ সাক্ষাৎকার নেন বিবিসির এক প্রতিনিধি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top