সকল মেনু

শেরপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

imagesনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৩ আগস্ট : জেলার নকলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নকলা উপজেলার চিথলিয়া এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীবরদী উপজেলার দয়ারপাড় গ্রামের জালাল মিয়া (৫৫) ও তার স্ত্রী রাশিদা বেগম (৪৫)। পুলিশ জানিয়েছে, নিহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শারীরিক চিকিৎসা শেষে সিএনজি অটোরিকশাযোগে শেরপুর ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে চাল বোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে তাদের সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হন। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top