সকল মেনু

প্রথম দিন শেষে ৫৫ রানে পিছিয়ে ভারত

1439388046ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১২ আগস্ট : ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যকফুটে চলে গেছে স্বাগতিক শ্রীলংকা। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অশ্বিনের বিধ্বংসী বোলিং তান্ডবের মুখে পড়ে মাত্র ১৮৩ রানেই গুটিয়ে যায় লংকানরা। অশ্বিনের শিকার ৬ উইকেট। জবাবে ২ উইকেটে ১২৮ রান সংগ্রহের মাধ্যমে দিনটির ইতি টানে ভারত। ওপেনার শিখর ধাওয়ান ৫৩ ও অধিনায়ক বিরাট কোহলি ৪৫ রানে অপরাজিত রয়েছেন। দিন শেষে ৫৫ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। এর আগে লংকানদের ব্যাটিংয়ের জবাব দিতে গিয়ে মাত্র ২৮ রানে ২ উইকেট হারায় ভারত। ওপেনার লোকেশ রাহুল ব্যক্তিগত ৭ রানে প্রাসাদের শিকারে পরিণত হবার পর ব্যক্তিগত ৯ রানে লংকান অধিনায়ক ম্যথ্যুসের শিকার হয়ে সাজঘরে ফিরেন ওয়ান ডাউন ব্যটসম্যান রোহিত শর্মা। সকালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েই বিপর্যয়ের মুখে পাড়ে লংকানরা। অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি স্বাগতিক দলের ব্যটসম্যানরা। ফলে চা পানের বিরতির আগেই অল আউট হয়ে যায় স্বাগতিক দল। এর আগে মধ্যাহ্ন বিরতির সময়ই অবশ্য দলটির ব্যাটিং সামর্থ্য ভেঙ্গে পড়েছিল। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে ১ম সেশন শেষ করে লংকানরা। অধিনায়ক এঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমাল ষষ্ঠ উইকেট জুটিতে ৭৯ রানের সংগ্রহটি লংকান ইনিংসকে কিছুটা পরিপুস্ট করেছে। উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার ক্যাচ ফেলে দেয়ার সুযোগকে কাজে লাগিয়ে চান্ডিমাল এদিন ব্যট হাতে দলীয় সংগ্রহশালাকে কিছুটা পরিপুস্ট করতে সক্ষম হয়েছেন। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৫৯ রানে অজিত মিশ্রর শিকারে পরিণত হন তিনি। ম্যাথুজ অশ্বিনের শিকারে পরিণত হবার আগে সংগ্রহ করেন ৬৪ রান।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top