সকল মেনু

রাজনৈতিক কারণে জিএসপি সুবিধা বাতিল হয়নি

1439388920নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ আগস্ট : রাজনৈতিক কোনো কারণে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করা হয়নি জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, ‘যে ১৬টি শর্ত দেয়া হয়েছে তা পূরণ করতে পারেনি বলেই জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়া হয়নি।’ বুধবার সকালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা গাজীপুরের দুটি তৈরী পোশাক কারখানা পরিদর্শন করেন। এরপর মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট সাংবাদিকদের এ কথা বলেন। বার্নিকাট বলেন, ‘১০ বছর আগে থেকেই বাংলাদেশে তৈরি পোশাক খাতের উপর নজর রাখা হচ্ছিল। রানা প্লাজা ধসের পর থেকে জিএসপি সুবিধা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। তবে যদি সব শর্ত পূর্ণ করে তাহলে জিএসপি সুবিধা পুনরায় ফেরত দেয়া হবে।’
পরিদর্শনকালে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top