সকল মেনু

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

1428992090নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ আগস্ট : চাঁপাইনবাবগঞ্জের নাচোল সোনাইচন্ডী হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জন মারা গেছেন। এছাড়াও আহত ১ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ইজারা ঘরের গ্রিলের সাথে বিদ্যুতের তার লেগে গেলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নজরুল (৫০), হাজি সেলিম ও আলমগীর (৪০)। নজরুলের বাড়ি সিরাজগঞ্জে। হাজি সেলিমের বাড়ি বগুড়ায়। আর আলমগীর গোমস্তাপুর উপজেলার নজরপুর গ্রামের তারেকের ছেলে। ঘটনার পরপরই বগুড়া ও সিরাজগঞ্জের ৩ জনের লাশ তাদের সঙ্গীরা ট্রাকে করে নিয়ে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা জানা যায়নি। এ ব্যাপারে নাচোল থানার ওসি জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top