সকল মেনু

ছাত্রলীগ মানেই অপকর্ম করে এমনটা ভাবা অন্যায়: জনপ্রশাসনমন্ত্রী

abd1120

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ আগস্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ছাত্রলীগ মানেই হল দখল, টেন্ডারবাজি, দুর্নীতিসহ সকল অপকর্ম করে এমনটা ভাবা অন্যায়।’ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, ‘তথাকথিত সুশিল সমাজ ও বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে। কারণ তথাকথিত সুশিল সমাজ মনে করে ছাত্রলীগ করা মানেই দখল, টেন্ডারবাজি, দুনীতিসহ সকল অপকর্ম করা।’ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য র আ ম উবাদুর মোক্তাদির চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম প্রমুখ। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের রাজনীতি শুরু ছাত্রলীগের রাজনীতির খাতায় নাম লেখানোর মধ্য দিয়ে। সেই কারণেই আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছাত্রলীগ থেকে রাজনীতির প্রশিক্ষণ হয়। নতুন নতুন জাতীয় নেতৃত্ব সৃষ্টি হয়। আমরা অনেকেই ছাত্রলীগকে নিয়ে টিটকারি করি। তারা অল্প বয়সী। তারা ভুল করতেই পারে।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top