সকল মেনু

কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন আর নেই

1439067327

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৯ আগস্ট : জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন আর নেই। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। ফরিদা ইয়াসমীনের ভাগ্নে কণ্ঠশিল্পী আগুন জানান, বার্ধক্যজনিত অসুস্থতায় সপ্তাহখানেক আগে ফরিদা ইয়াসমীনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদার মরদেহ বারডেম হিমঘরে রাখা হয়েছে। আজ তার সেগুনবাগিচার বাসায় নেয়ার পর দাফন সম্পন্ন হবে। সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন ও ফরিদা ইয়াসমীন দম্পতির ২ ছেলে রয়েছে। তার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ফরিদা ইয়াসমিন খ্যাতিমান শিল্পী নীলুফার ইয়াসমীন ও সাবিনা ইয়াসমীনের বোন। পৈতৃক বাড়ী সাতক্ষীরায়। ৫ বোনের মাঝে ৪ বোনই গান করেছেন। তারা হলেন: ফরিদা ইয়াসমিন, ফওজিয়া খান, নীলুফার ইয়াসমিন এবং সাবিনা ইয়াসমিন। ফরিদা যখন দুর্গাপ্রসাদ রায়ের কাছে গান শিখতেন, তখন ছোট্ট সাবিনাও উপস্থিত থাকতেন। ছোট বোনকে গানের ব্যাপারে সবসময় উৎসাহ দিয়েছেন তিনি। কয়েক বছর আগে সর্বশেষ ফরিদার গাওয়া গান নিয়ে বাজারে আসে একটি অ্যালবাম।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top