সকল মেনু

চীনে ডাইনোসরের ২৩১ ডিম ও ১টি কঙ্কাল উদ্ধার

1438974107

আন্তর্জািতক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৮ আগস্ট : চীনের একটি বাড়ি থেকে ডাইনোসরের ২৩১টি ডিম এবং ডাইনোসরের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত ২৯ জুলাই চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে অভিযান চালিয়ে পুলিশ ডাইনোসরের ডিমের জীবাশ্ম উদ্ধার করে। খবর এনডিটিভি’র। বুধবার হিউয়ান সিটির গভর্নরের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, উদ্ধার হওয়া ডিমগুলো কয়েক লাখ বছর পুরনো। জুনে একটি এলাকায় খননকাজ করার সময় সেখানে ডাইনোসরের ডিম পাওয়া গেলে স্থানীয় লোকজন তা লুটপাট করে নিয়ে যায়। এরপর গত  ২৮ জুলাই ঐ এলাকায় ডাইনোসরের ডিম পাওয়ার খবরে হৈচৈ পড়ে যায়। লোকজন সেখান থেকে ডিমগুলো লুট করে নিয়ে যায় কিন্তু পরদিন পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে। বাকী ডিমগুলো উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। চীনের ঐ অঞ্চলে মাঝে মাঝেই ডাইনোসরের ডিমের সন্ধান পাওয়া যায়। গত এক দশকে এখানে ডাইনোসরের অনেক ডিম পাওয়া গেছে। এখানকার যাদুঘরে দশ হাজারের বেশি ডাইনোসরের ডিম সংরক্ষিত রয়েছে যা কিনা গিনেস রেকর্ড। চীনের আইন অনুযায়ী, ডাইনোসরের ডিম রাষ্ট্রীয় সম্পদ। ডাইনোসরের ডিম কিংবা কঙ্কালের বাণিজ্য কিংবা নিজের কাছে রাখা দণ্ডণীয় অপরাধ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top