সকল মেনু

সোনাতলা উপজেলা চেয়ারম্যান কারাগারে

1438862348

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৬ আগস্ট : বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকিরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনটি মামলায় তিনি জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক ওয়াহেদুজ্জামান এসব মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা চেয়ারম্যান জাকিরের আইনজীবী অ্যাড. আব্দুল বাছেদ জানান, সরকার বিরোধী আন্দোলনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে উপজেলা বিএনপির এ সভাপতির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন জাকির। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top