সকল মেনু

কুমিল্লা সরকারি কলেজ শিক্ষার্থীর মৃত্যুত শোক সভা

mail.google.comহটনিউজ ডেস্ক: ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল সুস্মিতার কিন্তু সব স্বপ্নকে জলে ভাসিয়ে চিরদিনের জন্য  না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী সুম্মিতা রাণী দাস(২০)। পারিবারিক সূত্রে জানা যায়, সুস্মিতার গ্রামের বাড়ি বরিশাল হলেও তার পিতা স্বপন কুমার দাস পরিবার নিয়ে কুমিল্লা নগরীর তালপুকুর পাড়( পশ্চিম পাড়) থাকতেন। সুস্মিতা ছিল পরিবারের একমাত্র মেয়ে এবং তার একমাত্র ছোটভাই আর্জ চন্দ্র দাস কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেনীর ছাত্র। সুস্মিতার পিতা জানান, গত ২৭ জুলাই কলেজ পরীক্ষা দিয়ে ও ফরমপূরণ করে বৃষ্টি ভিজে বাসায় আসে এবং রাতে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়। ২৮ জুলাই আমরা ডাক্তারের সাথে আলাপ করে ওষুধ খাওয়ানো হয়। পর দিন ২৯ জুলাই বৃহস্পতিবার  আমি অফিসের কাজে চাঁদপুর যাই। দুপুরে তার অবস্থা আশঙ্কাজনক মনে হলে নগরীর মুন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। সুস্মিতার একমাত্র ছোট ভাই আর্জ জানান, আমার দিদি আমাকে ছেড়ে যেতে পারে না, আমার এখনোও বিশ্বাস হচ্ছে না যে আমার আদরের বোন আর আমাদের মাঝে আর নেই, এ কথা বলে কেঁদে উঠে। এক মাত্র মেয়েকে হারিয়ে সুস্মিতার মা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কুমিল্লা সরকারি কলেজের মেধাবী ছাত্রী সুস্মিতাকে হারিয়ে  সহপাঠী ও কলেজ শিক্ষক-শিক্ষিকাসহ কলেজের সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। কুমিল্লা সরকারি কলেজ এর অধ্যক্ষ নাজনীন রহমান রহমান মৃত্যু সংবাদ শুনে খুবই মর্মাহত হন এবং তার আত্মার শান্তি কামনা করেন এবং আজ শনিবার কলেজে শোক সভার আয়োজন করা হবে। এ সময় আরো শোক প্রকাশ করেন কুমিল্লা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আবদুছ সালাম, কুমিল্লা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ সাফায়েত মিয়া, প্রভাষক মো: আনোয়ারুল হক, শিক্ষক মোহম্মদ ফেরদৌস আলম, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে শোক প্রকাশ করেন  হিসাব বিজ্ঞান বিভাগের এম এল এস এস মো: মনিরুজ্জামান, মো: ইয়াছিন। সুস্মিতার বান্ধবী নিপা সরকার জানান  গত ২৭ জুলাই আমরা এক সাথে কলেজ পরীক্ষা ও ফরমপূরণ করি , সুস্মিতা সারাদিনই হাসি খুশি ছিল। তার মৃত্যুর খবর শুনে বিশ্বাস না করতে পেরে আমি তার মোবাইলে কল দিই কিন্তু তার ছোট ভাই বলে দিদি আর নেই। তিনি আরো বলেন, আমার বান্ধবীর অকাল মৃত্যুতে আমারা শোকাহত। এদিকে কুমিল্লা মুন হাসপাতালে খবর নিয়ে জানা যায়, সুস্মিতাকে হাসপাতালে এনে ইসিজি করা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ব্যাপারে  কর্তব্যরত চিকিৎসক ডা: পঞ্চানন বিশ্বাসের ফোনে যোগাযোগ করা হলে মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। বরিশালে গ্রামের বাড়িতে সৎকার কাজ সম্পন্ন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top