সকল মেনু

চিত্রা নদীর বাঁধ ভেঙে চিতলমারী প্লাবিত

image_59902

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩১ জুলাই: জেলার চিতলমারী উপজেলায় জোয়ারের পানির তোড়ে চিত্রা নদীর বাঁধ ভেঙে চিতলমারী প্লাবিত হয়েছে । ফলে ডুমুরিয়া গ্রামের ২ শ’ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে উপজেলা সদর ইউনিয়নের স্লুইসগেটের কাছে প্রায় ৪০ ফুট এলাকা জুড়ে বাঁধ ভেঙে যায়। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইনদ্দীন জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য একটি দল শুক্রবার বিকালে সেখানে পৌঁছেছে। বাঁধ মেরামতের দ্রুত চেষ্টা চলছে। উল্লেখ, কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিপাত এবং জোয়ারের পানির প্রচণ্ড চাপে জেলা সদর, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, চিতলমারী ও মোল্লাহাট উপজেলার নয়টি পয়েন্টে প্রায় ৭০০ মিটার বাঁধ ভেঙে গেছে।
হটনিউজ২৪বিডি/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top