সকল মেনু

নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ

index

নিজস্ব প্রতিবেদক-কক্সবাজার, হটনিউজ২৪বিডি.কম ৩০ জুলাই : ঘূর্ণিঝড় কোমেনের আঘাতের আশঙ্কায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের লোকজন। ঘূণিঝড় থেকে রক্ষা পেতে ও পরিবারকে বাঁচাতে বুধবার গভীর রাত পর্যন্ত অনেকেই যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের পর যেকোনো মুহূর্তে কক্সবাজারে আঘাত হানতে পারে কোমেন। ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জেলার উপকূলীয় অঞ্চলের  ২৮টি ইউনিয়নের বাসিন্দরা নিরাপদে আশ্রয়ের খোঁজে ‍ছুটছেন। এ বিষয়ে কক্সবাজারে জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, সমুদ্র উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ে হতাহতের সংখ্যা যেন কম হয় এজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top