সকল মেনু

বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

BSF20150501185022

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৭ জুলাই : নওগাঁর সাপাহারে আদাতলা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে জিয়াউর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। জিয়াউর রহমানের বাড়ি উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামে। বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-১৪ এর পত্নীতলার অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোরে ৭-৮ জন গরু ব্যবসায়ী অবৈধ্যভাবে সাপাহার সীমান্তের আদাতলা ক্যাম্পের পাতাড়ী এলাকায় দিয়ে ভারতে যান। ভারতীয় গরু নিয়ে দেশে ফেরার সময় তারকাটা কেটে আসার সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করে। এসময় পালিয়ে ভারতের অভ্যন্তরে ৩শ’ গজ ভেতরে গেলে বিএসএফের গুলিতে জিয়াউর রহমান নিহত হন। জিয়াউর রহমানের মৃতদেহ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফর কাছে চিঠি পাঠানো হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top